থাকে যদি থাক না, আনন্দ থাক না
যেখানে থাকতে চায়, সেখানেই থাক না|


এ বাড়ী লাগলো ভালো, এ বাড়ীতে থাক না
ও বাড়ীতে যেতে চায়, ও বাড়ীতে যাক না|


আনন্দ এসে যাবে, আর সাথে থেকে যাবে
অভিলাষ বেশী হলে, না জানিয়ে চলে যাবে|


আনন্দ এসে যায়, সব বাড়ীতেই প্রায়
যাঁরা দেয় সন্মান, তাঁদের ছেড়ে না যায়|


আনন্দ থাক পাশে, সবাই কি চায় না!
ঠিকমত চাইলেই, অভাব তো হয় না|


আনন্দ পাশে আছে, বোঝাই তো যায় না
বুঝতে না পারলে, নেওয়াও তো যায় না|


আনন্দ চাইই চাই, এ ছাড়া তো গতি নেই
দূরে কেন ঠেলে দিই, প্রশ্ন জাগে সেটাই|


টানার কারণ নেই, ওটা আছে দুপাশেই
শুধু নাও যত খুশী, সময়টা না দেখেই|


বাতাসের সাথে মিশে, আনন্দ উড়ছেই
অনন্ত তার থাকা, মনে বসে থাকছেই|


আনন্দ আসে-যায়, কি ভাবে যে যাবে ধরা!
মনটাকে শেখালেই, আনন্দ দেবে ধরা|


আমার আনন্দ নয়, তোমার মতন
তুমি আনন্দ পাও, যাতে ভরে মন|

আনন্দ কাকে বলে, সেটা জানা দরকার
এ জানাতে সকলের, ভিন্ন মতের দ্বার|


আনন্দ ভাগ হলে, পরিমান বেড়ে যায়
কি করে করব ভাগ, এ তো সামগ্রী নয়|


যে মনে আনন্দ, তার সাথে মিশলেই
স্বতঃস্ফূর্তভাবে, আনন্দ আসবেই|


আনন্দ মনে হয়, মনের অপেক্ষক
সর্বদা পাওয়া যায়, না বানিয়ে কোনো ছক|


মনের অপেক্ষক