আকণ্ঠ পান করেও মেটে না তৃষ্ণা
এ তো অদ্ভুদ, কারণ নেই তো জানা
তৃষ্ণা কি তবে হয়ে গেলো চিরসাথী!
তাই যদি হয় এ জীবন তবে মাটি|


ইচ্ছা সমানে বাড়ছে এগিয়ে দিন
যাই দেখি তাই নেওয়ার জন্য পাগল
নাও যদি থাকে তার কোনো প্রয়োজন
বোঝাই নিজেকে, আনি প্রয়োজন ছল|


সাগর আনছে, এনেই চলেছে ঢেউ
না আছে শ্রান্তি, না আছে ক্লান্তি কর্মে
আমার তৃষ্ণা এমনই কি অবিরাম!
মিটিয়ে ফেলার ইচ্ছাই নেই ধর্মে|


শ্বাস প্রশ্বাস স্বাভাবিক এক প্রণালী
তৃষ্ণাও এই প্রণালীর এক অঙ্গ
তৃষ্ণা ছাড়া কি বাঁচবে না এই প্রাণ!
নিশ্চয়ই, তবে হবে না কি সুখ ভঙ্গ!


থামানো যাবে না তৃষ্ণাকে কোনোমতে
সবারই তো আছে তৃষ্ণার অনুভূতি
অনুভূতি যদি যায় নাগালের বাইরে
কোনো তৃষ্ণারই হবেও না সদগতি|


তৃষ্ণা থাকলে মেটাতেও হবে তাকে
অনেক প্রয়াস করা হয় থাকে থাকে
ফল ব্যতিরেকে আর এক তৃষ্ণা ডাকে
সাড়া দিয়ে ডাক পড়ে যাই বিপাকে|