//মনটা হয়না বৃদ্ধ//


চুল উঠে যাবে, দাঁত পড়ে যাবে
চামড়া কুঁচকে ঢিলে হয়ে যাবে...
চোখে ছানি হবে, হাঁটু ব্যথা হবে
কম কম শুনে, ভুল বুঝে যাবে...
বহু বহু স্মৃতি মনে না পড়বে
মনে পড়লেও, নাম ভুলে যাবে...
জড়িয়ে জড়িয়ে কথা থেমে যাবে
বলার ইচ্ছা কম হয়ে যাবে...
আরও বহু উপসর্গ আসবে
বেঁচে থাকা এক দায় হয়ে যাবে...
সব অঙ্গেরই অবনতি হবে
তবুও প্রাণটা যেতে না চাইবে...
শুধু একটি অঙ্গ অবিকল সেই থাকবে
অবিকৃত মনটা কেবল সাথ দেবে।


সুবীর সেনগুপ্ত