নিজেকে জাহির করার, ক্ষীণ প্রচেষ্টা চারিদিকে
মনুষ্যজাতির এই ইচ্ছা, উড়ে আসছেই ঝাঁকে ঝাঁকে|


কী আর আছে বেশী আমার দখলে, যা তোমার নেই!
পার্থক্য-নির্ণয় কি ভাবে যে হবে, তা তো অজানাই|


কী কী হবে পার্থক্যের ধ্রুবক, তার নিষ্কর্ষ কি জানি!
নিজ নিজ মনে গড়া উপলব্ধিতে, চৈতন্যের কানাকানি|


প্রথমত আমি মানুষ, পর্যায়কালে কখনো হই না ভিন্ন
অন্তিম শ্বাসে আমি, অন্য কোনো পরিচয়ে হই কি দৈন্য!


প্রতিষ্টা, মর্যাদা, খ্যাতি, যশ, এ তো শুধু কর্মের পরিণাম
অর্জনে নিশ্চয়ই আছে কৃতিত্ব, তবে ক্ষণস্থায়ী দাম|


সকলের অধিকারে শ্রদ্ধা, এই স্বীকৃতি অগ্রাহ্য নয়
এটাই মনুষ্যজাতির, সবচেয়ে মহিমান্বিত গুণের বলয়|


দিন আসে চলে যায়, নতুন নতুন এক সংখ্যায় বছর
মনুষ্যজাতির মন অপরিবর্তিত, যেন নিরূপিত অবসর|


আত্মপ্রত্যয় ভাল, তার সাথে অহংকার কি থাকবেই!
জীবনের উপস্থিতি, জীবনের সীমানায় থেকে, থামবেই|


নিজেকে প্রকাশ করা, তারপরে ইচ্ছাকে বিকশিত করা
এটাই কি সত্য নয়, নয় কি মনুষ্যজাতির অস্তিত্বের ধারা!  


মনুষ্যজাতির অস্তিত্বের ধারা