আমার স্বদিচ্ছাকে, কেন ভেঙে দিতে চাও!
এই ইচ্ছাতে নেই, কোনো মরুভূমি
এখানেই পাবে তুমি, সবুজের মেলা
বলছি কোরোনা এই ইচ্ছাকে অবহেলা|


আমার ইচ্ছা আমি, প্রকাশ করেছি
তবেই তো জেনেছো, ভুল কি বলছি!
এই ইচ্ছাতে নেই, অসৎ অভিপ্রায়
তাই এই ইচ্ছা আজ, মুক্ত ধরায়|


একটি ইচ্ছা আমি, করেছি প্রকাশ
আরো কত ইচ্ছা তো, আমারই দাস
কিছু কিছু ইচ্ছা তো, গড়বে ও মরবে
বাকী কিছু জানালেই, জানতে পারবে|


ইচ্ছার অবয়বে, সংকীর্ণতা নেই
অবৈধ ভাবনাও, ইচ্ছা জুড়েই
হোক না অবৈধ, কিংবা নিষিদ্ধ
ইচ্ছা স্বাধীন হয়ে, মনেই আবদ্ধ|


আমি পেয়ে যাই চাঁদ, ইচ্ছা করি না
যদিও তা করি, সে তো শুধু কল্পনা
এমন ইচ্ছা কেউ, করে না প্রকাশ
বলো, কার ইচ্ছাতে থাকে উপহাস!


তুমি আর আমি, একই জীবনের পথে
একটাই মন নিয়ে, ডুবি ভাবনাতে
কার কি ইচ্ছা হয়, সে তো সেই জানে
প্রকাশ হলেই, তবে যায় মূল্যায়নে|


অসৎ বা সৎ, কোনো ইচ্ছাই হবে
সঠিক মূল্যায়ন, করতেই হবে
সৎ ইচ্ছা, সন্মান দাবী করবেই
উচিত হবেনা, এতে ভুল খুঁজলেই|


পরষ্পরকে মান, শ্রদ্ধা দিলেই
প্রতিটি জীবন পাবে, শান্তির ঠাঁই
কারোর অংশে নেই, বেশী মর্যাদা
মনুষ্যত্বে কেন, থাকবেই ধাঁধাঁ!


মনুষ্যত্বে কেন থাকবেই ধাঁধাঁ!!!