//মরণ কি শেষ প্রয়োজন!!!//


কিছু প্রয়োজন সাধারণ
সকলের সেই প্রয়োজন
গড়ে ফেলি কিছু প্রয়োজন
শখ করে করে আয়োজন।


ক্ষণে ক্ষণে হয় প্রয়োজন
দিনে দিনে হয় প্রয়োজন
মাসে মাসে কিছু প্রয়োজন
কিছু বছরের প্রয়োজন।


কী আর কখন প্রয়োজন
নির্ণয় করে যায় মন
কবিতা লেখা কি প্রয়োজন!
এ তো শখে ভরা আচরণ।


আজ যেটা হয় প্রয়োজন
কাল নিকটের নয় ক্ষণ
বদলে বদলে প্রয়োজন
মনে ঢুকে গড়ে আবরণ।


প্রয়োজন মানে দরকার
প্রয়োজনে ভরা সংসার
পূরণ না হলে মন ভার
ছোটাছুটি করে দিন পার।


যা যা খুব বেশী প্রয়োজন
দিচ্ছে প্রকৃতি অনুক্ষণ
তাই খেলা করে এই তন
মরণ কি শেষ প্রয়োজন!!!


সুবীর সেনগুপ্ত