//মত ছাড়া পথ শূন্য//


প্রাণ আছে মন নেই
এ কথায় জিত নেই
মন আছে প্রাণ নেই
সে মন তো হারাবেই।


প্রাণ মন দুই আছে
জীবনটা চলমান
জীবন চলছে তাই
হাসি কান্নার তান।


জীবন স্বপনে আছে
স্বপন মায়ায় ভরা
জীবন মায়ার পথে
আলেয়াকে করে তাড়া।


গাড়ী আছে চাকা নেই
গাড়ী এক বাক্সই
চাকা আছে গাড়ী নেই
তবু চাকা ঘুরবেই।


দান আছে দাতা নেই
এমন দানই চাই
দাতা আছে দান নেই
সে কেমন দাতা ভাই!


বাড়ী আছে ছাদ নেই
হয়না যে বাড়ী ভাই
ছাদ আছে বাড়ী নেই
নেশা হলে বলবেই।


রূপ আছে প্রাণ নেই
নীরস সে রূপে ছাই
প্রাণ আছে রূপ নেই
দোষী কেন করবই!


সাদা আছে কালো নেই
এমন তো হতে পারে
উঁচু আছে নীচু নেই
বললে, ভুলের ঘরে।


গান আছে সুর নেই
এই গান কবিতাই
সুর আছে গান নেই
কিছু কথা লাগবেই।


মত আছে পথ নেই
বিতর্ক আড়ালেই
পথ আছে মত নেই
সেই পথে যাওয়া নেই।


সুবীর সেনগুপ্ত