//মতি স্থির হলে, গতি ঠিক হবে//


মতি স্থির হলে, গতি ঠিক হবে
বলছি না আমি, গতি বেড়ে যাবে
হতে পারে ধীর, হতে পারে দ্রুত
সে যাই হোক-না, গতি তো থাকবে।


গতিহীন প্রাণে, কিছু এগোবে না
ভাবনার হবে সীমিত সীমানা
ভাবনাই হলো জীবনের চোখ
গতিহীন হয়ে জীবন ফেলনা।


ঠিক মতি মানে, সুচারু ভাবনা
কাজ বাছাবাছি, মনের আয়না
অস্থির মতি, ভাবনা জটলা
কোনটা যে ঠিক, বোঝাই যায় না।


খুব দরকার ভালো এক মতি
এটার অভাবে, শুধু দুর্গতি
এরই উপস্থিতিতে জীবন
রাখতে পারবে দূরে ভয় ভীতি।


মতি চঞ্চল, ভয় অবিচল
বলা আর শোনা ভুলেরই দল
কী করি কী করি, এই ভাব নিয়ে
থেমে যায় গতি, ঘুমেও বাদল।


গুরু-গম্ভীর না হলেও চলে
মতি স্থির রাখা, হবেই সরলে
সততার সাথে নিজেকে রাখলে
মতি থাকবেই, নিজের কবলে।


সুবীর সেনগুপ্ত