যাঁরা বেঁচে আছে মৃতপ্রায় হয়ে
তাঁদের ভাবনা কি বিষয় নিয়ে!
জানার ইচ্ছে হতেই তো পারে
একটু ব্যাথাও থাকে অন্তরে|


সকলের আছে কিছু অভিপ্রায়
অভিপ্রায় কি বাঁচবার দায়!
ইচ্ছাকে দূরে রাখা অন্যায়
আশাহীন হওয়া সম্ভব নয়|


মরন হয়নি, তবু বেঁচে নেই
হৃদপিন্ডটা কাঁপছে নিজেই
বেঁচে থাকবার সংজ্ঞা এটাই
মৃতপ্রায় হয়ে বাঁচাটা কি তাই!


মৃতপ্রায় মানে, মৃত্যু তো নয়  
শিরা-উপশিরা রক্ত ধারায়
কিন্তু অবশ অঙ্গ কাঁদায়
সত্যিই কি প্রাণ শেষ সীমানায়!


মৃতপ্রায় হয়ে বাঁচা যন্ত্রণা
সুস্থ লোকের কাছে তা অজানা
এমন বাঁচা কি এড়ানো যায় না!
দেখলেই হয় করে প্রার্থনা|


মৃতপ্রায় বাঁচা বিভীষিকা সম
এরকম বাঁচা কারো কি কাম্য!
তা যে নয়, এ তো সাধারণ জ্ঞান
দরকার নেই অসার কাঠামো|