মৃত্যুকে দেখা হয় না পূর্ণ
মৃত্যু মানেই ধ্বংস চূর্ণ
সকলেই পেয়ে যায় মৃত্যুকে
পাওয়ার পরে কি ভোগ করে তাকে!!!


মৃত্যু করে না কাউকে নিরাশ
মৃত্যু কি শুধু সমতার দাস!
দেখবে না কেউ মৃত্যুর রূপ
মৃত্যুর পরে হবে কি বিরূপ!!!


মৃত্যু কি রাখে জীবন শাসনে!
নাকি থাকে চুপে মনের গহনে!
হতেই পারেনা মৃত্যু মিথ্যে
দিতে কি পারেই প্রেরণা চিত্তে!!!


মৃত্যু কি হয় সাধনার ধন!
মৃত্যু কি নেয় তপনে আসন!
প্রতি পদক্ষেপে মৃত্যু কি সাথে!
আসতে কি পারে মৃত্যু অবাধে!!!


মৃত্যুর তান শোনা যায় নাকি!
মৃত্যু কি ছুঁয়ে চলে যায় নাকি!
শুধু মৃত্যুই থাকে প্রতর্কে
রাখা যাবে নাকি মৃত্যুকে ঢেকে!!!


মৃত্যুর নেই রূপ অবয়ব
মৃত্যু হবেনা নিজেও তো শব
কোন নিয়ম মেনে মৃত্যু যে চলে!
মৃত্যু কি তবে বোধাতীত দলে!!!


মৃত্যু আসছে অগুণিতবার
মুক্ত করতে হচ্ছে উদার
দর-কষাকষি মৃত্যু মানেনা
মৃত্যুই চির স্বাধীন, জানোনা!!!


মৃত্যু স্বাধীন, চির স্বাধীন