//মৃত্যুর পরে সাজানো বেদনা//


বানিয়ে নিয়েছি এখানে ওখানে
রাস্তা সরণী পথ আর গলি
প্রয়োজন হলে, সেইমতো চলা
বাধা নিমিত্ত, অবাধেই চলি।


চলতে চলতে গড়ে উঠেছিল
গ্রাম ও গঞ্জে শত শত পথ
তাদের হয়েছে অলংকরণ
মেঠো পথ হয়ে গেছে রাজপথ।


নদ-নদী তীর, সাগরের তট
লোকালয়ে গড়ে ওঠা জলাশয়
সাজিয়ে নিয়েই মনমতো করে
দু-চোখে তৃপ্তি অনুভূত হয়।


শুধু কি সাজাই ভূবনপৃষ্ট!
সব কিছু সাজানোর আগ্রহ
চুল থেকে নখ সাজাতে সাজাতে
বাড়িয়ে চলেছি সাজানোর মোহ।


ঘর সাজানোর ভীষণ প্রয়াস
সাজানো বাগানে ঘোরা অভিলাষ
ছাদনাতলাতে সেজে বার বউ
হয়েছি কী নাকি সাজানোর দাস!


প্রথমেই চাওয়া সব সুন্দর
সাজ সাজ রব আসে তারপর
সাজিয়ে নিয়েই দুরুদুরু মন
বাসর জমবে, কলকল স্বর।


দিনকে সাজাই এই সেই দিয়ে
আলো দিয়ে রাখি রাতকে সাজিয়ে
ঠাকুরের সাজে ফুল আর মালা
আরতির সাজ বাজনা বাজিয়ে।


সবই সাজাব, সাজাব না মন!
মন সাজানোর আছেও কারণ
মনকে সাজাই কথা দিয়ে দিয়ে
সাজানো কথায় কবিতা গঠন।


শোভিত সাজানো জীবন কামনা
পূরণ করতে প্রভূত ধারণা
সাজানোর অভিপ্রায় নয় ভুল
মরণের পরে সাজানো বেদনা।


সুবীর সেনগুপ্ত