ছবি দেখে দেখে আফশোষ করে
কি হবেই আর বলো!
যে চলে গেছে, ফিরবে না আর
আনো ভাবনায় আলো|


ছেড়ে চলে যাওয়া, নিয়মের ধারা
মানতে হবে সবাইকে
ঋতু বদলানো, হতেই থাকবে
পারবে কি আটকাতে!


ভাবতেই পারো, কেন চলে যায়!
যদি মন চায় জানতে
সঠিক জবাব, জানি তা পাবেনা
থাকবেই ঢাকা অন্তে|


আসার সঙ্গে, যাওয়ার চুক্তি
এর থেকে নেই মুক্তি
হয় না শিথীল, কিংবা বাতিল
যত কিছু দাও যুক্তি|


সাধু ঋষি মুনি, পাদ্রী মুফতি
জ্ঞানী গুণী সাধারণ
এই যে নিয়ম, পারেনা ভাঙ্গতে
কোনো ভাবে, কোনো ক্ষণ|


যোগ বিয়োগের, এ খেলা চলছে
শুরু হয়েছিল কেন!
এই জিজ্ঞাসা, নিরাশার ভাষা
পড়া যাবে না তা, জেনো|


দুঃখে ভরবে, প্রায় সব মন
চলে গেলে প্রিয়জন
দুঃখের ভারে, নত হয়ে গেলে
আগামীতে শুধু ক্রন্দন|


বয়সের হবে, বৃদ্ধি যেমন
বয়স থামবে সামনে
যতদিন বাঁচা, রাখতেই হবে
শ্বাস প্রশ্বাস পরানে|


বয়সের ভারে, মরণ যখন
সে তো প্রাকৃতিক, মানো
বিষাদ ভরিয়ে, মন করে কালো
কেন দুঃখকে বাড়ানো!

মুক্তিকে করো আহবান