না বুঝে চললে, কে হবে প্রহরী!!!
||সুবীর সেনগুপ্ত||


বুঝে যাও ভাই, বুঝে যাও তাড়াতাড়ি
বুঝতে না চাও, দিতে হবে গড়াগড়ি|


কিছুই পাবে না, শুধু করে নড়ানড়ি
করে যেতে হবে, পদে পদে দরাদরি|


আগে যেতে হলে, দিতে তো হবেই পাড়ি
যাওয়ার আদেশ, কখনো হবে না জারী|


করতে চাও না, জীবনটাকেও বাহারি!
মরুকগে সব, আসুক অর্থ ভুরিভুরি||


জিততেই হবে, পরাজয় হলো দাড়ি
তোষামোদ করে, জয় পাবে সরাসরি|


জীবন ফেলনা, করতে চেয়ো না ভারী
যার থেকে নেই লাভ, তার সাথে আড়ি|


যে যার নিজের, জীবনের অধিকারী
এই অধিকারে, বেঁচে আছে নরনারী|


যে দিকে তাকাও, শুধু অভাবের বাড়ী
হতে চাও নাকি, একটি অংশ তারই!


কপালে যা লেখা, সে কেবল এক কড়ি
তা দিয়ে চলতে, পারে না জীবন গাড়ী|


জীবন তো নয়, ডাল ভাত তরকারি
কেউ তো বলবে, আমিষের ছড়াছড়ি|


সৎ ও অসৎ, দুটো কাজই উপকারি
অসময়ে ব্যবহার হলে, অপকারী|


জীবন একটা, সমসাময়িক তরী
থেমে থাকলেই, তাতে থাকবে না হরি|


জীবনে আসবে, সহচর ও সহচরী
ভেবো না, সবাই দেবে খুশী ঝুড়িঝুড়ি|


কেউ করবে না, কোনো জীবনকে চুরি
তবে ধোঁকা দেবে, স্বার্থ যে বড় জরুরী|


সমতার খোঁজে, যে যাবে সে কমজোরি
সমতা কি নয়, লেখাতেই দরকারি!


কিছু কাজ, করে নিতে হবে চুপিসারি
আয় এর বৃদ্ধি না হলে, জীবন ভিখারি|


না বুঝে চললে, এসে যাবে কাড়াকাড়ি
সাথে সাথে, করে যেতে হবে মারামারি|