//না করার পরিণামে নেই কুল//


'কিছুই করেনা', বলব কি করে!
কিছু তো করেই, দেখছিও তাই
কিন্তু যা করে, সব অহেতুক
আমি কেন 'অহেতুক' ভেবে নিই|


কারণ রহিত, কিছুই ঘটেনা
কারণ রহিত, হওয়া বিস্ময়
যাতে বিস্ময়, তাতেও কারণ
ঘটলেই পাই, কারণ দিশায়|


তার কাজ নিয়ে, আমি কেন ভাবি!
এই ভাবনা কি, নয় অহেতুক!
এখানেই আসে, বিশাল প্রশ্ন
তাকে নিয়ে ভাবা, কারণের ভুখ|


আমাকে নিয়েও, কেউ ভাবছেই
এ তো স্বাভাবিক, সব সমাজেই
ভাবার কারণ, গড়ে ওঠে মনে
কেন গড়ে ওঠে! কীসের কারণে!


কোনো কারণেই, গড়ে এ জীবন
কারণের হয়ে গেছে উন্মোচন
কারণটা নয়, অজানিত বন
এ নিয়ে আসেনা, আলোচনা ক্ষণ|


প্রাণ থাকলেই, হবে প্রণয়ন
এই প্রতীতি কি, নয় সাধারণ
ঘটনার সাথে, প্রাণের বাঁধন
ঘটনা সংখ্যা, তাই অগণন|


যে অনুপযুক্ত, সেও করে কাজ
আমি আর তুমি, সে কাজে নারাজ
যে কারণে করে, তারই মেজাজ
তার ঘটনাতে, তারই বিরাজ|


যে কিছু করেনা, সেও কিছু করে
তার করা কাজ, সে ভাবে ফেলনা
এমন ভাবনা, কেন সে যে ধরে!
বিশ্লেষণ তো, কেবলি ধারণা|


'কিছুই করেনা', বলাটাই ভুল
কিছু না করলে, বাঁচা প্রতিকূল
না করার পরিনাম মারাত্মক
এই পরিণামে, নেই কোনো কুল|


সুবীর সেনগুপ্ত