না মানে না, চূড়ান্ত না।
                ।।সুবীর সেনগুপ্ত।।


'না' কেন বলব, না থাকে কারণ যদি
বলব কি 'হ্যাঁ', তুষ্ট করতে হৃদি!
সায় তো দেবই, দেওয়ার মতন হলে
তা না হলে আমি, করেই যাব আপত্তি।


হ্যাঁ বা না এই, দুই এর মাঝখানে
পাই না তো কোনো, তৃতীয় একটা পথ।
মুস্কিল তাই, বেড়ে যায় অনায়াসে
নিভে যায় আলো, পারিনা তো মত দিতে।


'এটা করে দেবো', বলতে কি আর কষ্ট!
'ওটা এনে দেবো', তাও সহজেই বলা যায়
করাও হয় না, আনাও থাকে না মনে
মনে করালেই, বাহানায় নিই আশ্রয়।


এই ভাবে চলে, শান্তি থাকে না সঙ্গে
সেই কারণেই, অন্য পথের খোঁজ।
বলতে শিখেছি, 'না' ঠিক ঠিক সময়ে
বাহানা এখন, বাড়ায় না আর বোঝ।


'না' মানে 'না', মাথায় আমার ঢুকেছে
এখন বলতে, মনে আসে না তো কুণ্ঠা
মনের সহিত, হলেই সমন্বয়
উচিৎ 'না' এর সাথেই, নাচে মনটা।


'না' শিখবার প্রয়োজন অপরিহার্য
যখন তখন, বললেই হবে মুস্কিল
'না'কে বদলানো, বেয়াড়া একটা কাজ
বলার পরেই, মুখে আটকাও খিল।