//না পাওয়ার দুখ মানতে চাই না//


পেলে তো পাবই, না পেলেও পাব
তুমি বললেই, কেন বোকা হব!
না পেয়েও আমি কী পেয়েছি, জানো!
বোঝানোর ভাষা নেই সেটা মানো।


পাইনি যখন, হইনি তো ভারী
ভাবনার ভাগে পরেনি তো বারি
তুমি বললেই, আমি মানব না
না পাওয়ার কোনো দুঃখ জানিনা।


তবে কি চাইনা আমি কিছু পেতে!
নিশ্চয়ই চাই, চাই মন মেতে
পাব তো তখন, যখন পাবই
আমার পাওয়াতে নেই যে 'সদাই'।


প্রতি ক্ষণে নেই পাওয়ার চিন্তা
না পাওয়ার দুখ ভরেনাও দিন
পেয়েছি জীবন, পাব তো মরণ
এর বেশী পাওয়া বাজাবে কি বীণ!


সুবীর সেনগুপ্ত