দীর্ঘশ্বাস নিঃশ্বাস এক সাথে
কেউ তো দেয় নি আশ্বাস তার পাতে|


দীর্ঘজীবনে পেয়েছে অনেক ধিক্কার
সাথে পেয়ে গেছে পারিশ্রমিক তার|


দীর্ঘ কামনা গঠন হয় নি মনে
অনাবিল হাসি জানতে পারেনি জীবনে|


দীর্ঘরাত্রি পেয়েছে অনেক নীদ্রাহীন
স্বাধীন দেশেও কেন ভেবেছিল পরাধীন!


দীর্ঘ ভাবনা ভেবেছে কতই শয়নে
হারিয়েও গেছে সেই ভাব বিনাকারণে|


দীর্ঘ সুখের আশা কোনোদিন হয়নি
পাল্টানো ধারা পাওয়ার সুযোগ পায়নি|


দীর্ঘ বিষাদে থাকতই ভরা তার প্রাণ
বিষাদের স্বাদে পারেনি করতে অভিমান|


দীর্ঘ সময় কাজ করে করে কেটেছে
বাধ্য হয়েই নিয়ম মানতে হয়েছে|


দীর্ঘ লালসা ভরতে পারেনি হৃদয়ে
দিন কেটে গেছে শুধু সত্যের বলয়ে|


দীর্ঘ আয়ুর আশা করে ভুল করেনি
নিরাশ হয়েছে, কিন্তু দমেও যায়নি|


দীর্ঘ সময় কেটেছে অনেক বছরে
মানবিকতার ছায়া পায়নি তো আদরে|


দীর্ঘ স্বপন আসেনি কখনো নীদ্রায়
ক্লান্ত শরীরে ঘুম ছিল বিলাসিতায়|


দীর্ঘ বিরহ হয়েছিল তাকে মানতে
সংসার ছিল দূরের গ্রামের কোণেতে|


দীর্ঘ রাস্তা ঠেলেছেই শুধু ঠেলা
নাম ভুলে তার পরিচয় ঠেলাওয়ালা|


দীর্ঘ হয়েছে চার প্রহরের কাজ
বাকী সব ভেবে মাথায় পড়েছে বাজ|