//নারীর হাসি, খুব অনন্য//


জড়িয়ে চোখে, মিষ্টি হাসি
দেখেই হলে মত্ত
আসবে দুঃখ, জানাই কথা  
বিষাদ ভরবে চিত্ত|


নারীর হাসি, হয় না বাসি
যখন তখন হোক
দেখেই হাসি, রাশিরাশি
আকর্ষণের ঝোঁক|


বাজার দোকান, রথের মেলা
ফুটছে হাসি বেশ
দেখছে লোকে, যাচ্ছে মজে
পাচ্ছে কি সন্দেশ!


এই সন্দেশ, হয় না মিষ্টি
সব যে মনের ভুল
অন্য রকম আলেয়া, ভাই
দেবেই চোখে ধূল|


হাসছে কিশোর, হাসছে শিশু
হাসছে মানুষজন  
হাসার হেতু, আছেই আছে
সেটার প্রয়োজন|


সবাই হাসি, যখন তখন
হাসি মানেই, তৃপ্ত
দেখেও হাসি, তৃপ্তি আসে
হাসিতে হই লিপ্ত|


নারীর হাসি, রহস্যময়
এই কথা কি সত্য!
মায়ের হাসি, বোনের হাসি
দেখেই সুখী চিত্ত|


কাব্য-কথায়, আর কবিতায়
মোনালিসার হাসি
তার ব্যাখ্যায়, জগৎ বিভোর    
ব্যাখ্যা হয় না বাসি|


হাসছি আমি, দেখবে তুমি
এ তো হতেই পারে
দেখার পরে, করবে কী যে
তোমারি উপরে|


নারীর হাসি, খুব অনন্য
আর যদি হয় মুচকি
মানুষ খোঁজে অর্থ তখন
খোঁজায় সফল হয় কি!


হাসবে নারী, ইচ্ছামতন
দেখায় তো নেই বাধা
অর্থ খোঁজার, ঠেকাটা কি!
দেখেই প্রসন্নতা|


সুবীর সেনগুপ্ত