নাটকের স্থান, সংসার কেন হবে!


বাবা যা বলছে, মা'র পছন্দ নয়
মা'র কথাগুলো, বাবার রাগ বাড়ায়
এ নাটক চলে, প্রত্যেকদিন সব বেলা
শ্রান্তিবিহীন, এ নাটকে নেই অবহেলা|


বহু কাঙ্খিত অভিলাষ, গড়ে সংসার
সেই অভিলাষ, উবে যায় আগামীতে
নব অভিলাষে, সশস্ত্র দুই পক্ষ
অভিলাষ হয় পূর্ণ, কথার দাপটে|


চলে নাকি এই নাটক, প্রতি সংসারে!
চলে বা চলেনা, আমরা জানব কি করে!
প্রথমে সমাজ, তারপরে সংসার
সমাজে কি, এই নাটক হয় স্বীকার!


নাটকের স্থান, সংসার কেন হবে!
গড়েই উঠেছে মঞ্চ, এখানে ওখানে
সেখানেই হোক নাটক, কেন সংসারে!
সংসার হোক, শান্তির ঠাঁই জীবনে|


মঞ্চ তো আছে, তবে তা কি পর্যাপ্ত!
অপর্যাপ্ত, তাই তো চাইছি সংসার!
মানলেই হলো, সংসার এক মঞ্চ
বিবাহিত অভিনেতাদের এক দরবার|


পরিণয় পরে, স্বাধীনতা যায় কমে
স্বাধীন থাকতে, দুজনেই যায় ঘেমে
পরিস্থিতির, সমাধান হওয়া প্রয়োজন
এই জ্ঞান নিয়ে, দুজনে কলহে নামে|


ভাবনাধারায়, তফাৎ তো থাকবেই
স্বামী আর স্ত্রী, দুই মন নিয়ে চলছে
তৎসত্ত্বেও, নাটক নয় স্বীকার্য
এখানেই, সেই বিশাল প্রশ্ন উঠছে|


'সংসার', এই শব্দ বানিয়ে ফেলেছি
এই শব্দকে, দিয়েছি একটা রূপ
গড়েও উঠেছে, সংসার সব দেশে
নাটকের পরে শ্রান্ত হয়েই চুপ|


আজ কিছু ত্যাগ স্বামীর তরফে হচ্ছে
সেই ত্যাগ, স্ত্রীর মনকে শান্ত করছে
এই প্রকরণ, কখনো যাচ্ছে উল্টে
অস্থির, তবু সংসার চলে যাচ্ছে|


সংসার হলো, অস্থায়ী এক চুক্তি
এমন চুক্তি, সকলেই ভালবাসে
তাই সংসার গড়ছে, কিছু ভাঙছে
ভাঙ্গন অল্প, আশা বসে গেছে বিশ্বাসে|


সুবীর সেনগুপ্ত