নেই যে প্রান্ত।
।।সুবীর সেনগুপ্ত।।


না কেউ শান্ত
না তো অশান্ত...
সবাই শান্ত
আর অশান্ত।


যে যেমন দ্যাখে
তেমনই তো হয়...
পৃথিবী শান্ত
কখনো বা নয়।


এখন শান্ত
পরে অশান্ত...
কখন শান্ত
কেউ কি জানত!


সর্বদা থাকে
কে বলো শান্ত!
হতেই পারেনা
হয় অশান্ত।


এরকমই হবে
কারণ জানো তো!
কারণ দুটোরই
নেই যে প্রান্ত।