//নেই প্রয়োজন মেকী আলোচনা//


যে কাজ হবে না
তাই নিয়ে কেন
চলে আলোচনা সকালে...
বিকেলেও চলে
চলে রাত্তিরে
আড়ালে ও আবডালে।


কাজ যে হবে না
জানা যায় নাকি
হতেও তো পারে, করলে...
করার পরে তো
জানা যাবে ফল
হবে না কেন যে বললে।


কাজের ধরণ
বহু প্রকরণ
সব কাজ করা যায় কি...
করা তো যায় না
সব কাজগুলো
এ তো মানা যায়, নয় কি!


সাধারণ কাজ
যাতে নেই ভাজ
করতে থাকলে হয়ে যায়...
কঠিন যে কাজ
সে কাজ করতে
আগে শিখে নিতে হয়।


কাজ মানেই কি
আলোচনা হবে
শুধু কি সময় কাটাতে...
তাই যদি হয়
হোক আলোচনা
কে আর চাইবে থামাতে।


আলোচনা করে
কাজ করা ভালো
যদি করা হয় সেই কাজ...
যদি জানা থাকে
কাজটি হবে না
আলোচনা হবে কলাগাছ।


আলোচনা শুরু
তখনই তো হবে
কাজ হয়ে গেছে নির্ণয়...
আলোচনা শেষে
করা হবে কাজ
ব্যর্থ হলেও নেই ভয়।


আলোচনা হবে
কাজ করা হবে
দুটোই হোক-না জরুরী...
তাহলে হবে না
মেকী আলোচনা
থাকবে না কাজ অধুরী।


সুবীর সেনগুপ্ত