//নেওয়া আর দেওয়া একই প্রয়োজন//


লাগছে না ভালো নিতে নিতে পাতে
ইচ্ছাও করি পাতটা গোটাতে
পারছি না কেন এ কাজ করতে!
খুঁজছি কারণ সেটাই জানতে।


জানতে জানতে চলে যায় দিন
নিয়ে নিই আরো না বাজিয়ে বীণ
কী আছে বরাতে, হিসেববিহীন
জানার কারণ হয়ে গেছে লীন।


সকলেই নেয়, কেন বাধা নিতে!
নেওয়া দরকার জীবন চালাতে
কেউ বাঁচবে না, না নিয়ে ধরাতে
কেন ভালো লাগছে না নিতে নিতে!


যতই নিই না, ভরছে না পাত
খুলে যাচ্ছে না আমার বরাত
নিয়ে নিয়ে শুধু বোঝা হয়ে কাত
কত বাঁকলে যে খুলবে বরাত!


নিতে যে হবেই এখন বুঝেছি
দিতেও যে হবে সেটাও জেনেছি
দেওয়ার দিকটা হয়ে গেলে ভারী
নেওয়াতে হয় না সংশয় জারী।


সুবীর সেনগুপ্ত