//নিঃশব্দের জীবন হয়না//


দীর্ঘক্ষণ চুপ না থেকে
বললেই হয় কথা
নিঃশব্দের জীবন হয় না
জীবন তানেই গাঁথা।


তর্ক করলে, বলব এটাই
সমাজে বাস করলে
বলতেও হবে শুনতেও হবে
তবেই বাঁচবে দলে।


চুপ থাকা কী দোষের নাকি!
না না দোষের নয়
একটি জীবন নিজের জীবন
চলেও নিজ ইচ্ছায়।


বলতে না চাই, বলব কেন!
ছাড়ব কেন ইচ্ছা!
তোমার ক্ষতি করছি নাকি!
তা যদি হয়, বলব।


মৌন থাকার জন্য কী আর
পেয়েছি এই মুখ!
মুখ শুধু নয় খাওয়ার তরেই
কথা বলেও সুখ।


প্রথম কথা দ্বিতীয় কথা
চলতে থাকে কথা
একইসাথে এত বলার
কী যে মাথাব্যথা!


সমাজ থেকে থাকলে দূরে
চুপ থাকা যায় বেশ
কেউ বলেনা বলো বলো
সইতে হয়না ঠেস।


কোথাও যদি বলা বারণ
নিয়মটাকে মানব
যেথায় বারণ হয় না কারণ
বেহিসেবি বলব।


সুবীর সেনগুপ্ত