//নিজের কাজের নিজের নিয়ম//


যা কিছু করছি, সেটাই আজকে নিয়ম
পুরনো নিয়ম সব হয়ে গেছে ভ্রম।


আজকের করা মানছে না পদ্ধতি
হারিয়ে ফেলেছে প্রথাগুলো সব রীতি।


কাজ করে যাব আমার সুবিধা মতো
পুরনো নিয়ম টানব না অবিরত।


কাজ শেষ হবে, তাতে নেই সন্দেহ
করার সময় নাক গলিও না কেহ।


শুরু বা মাঝের পথে নয় আলোচনা
শেষ হতে দাও, চাইবে না স্বান্তনা।


নিয়ম আর প্রথা নিয়ে মাথাব্যাথা নেই
যে ভাবেই হোক কাজটাই হওয়া চাই।


অহেতুক ভয় যা ছিল ছেয়েই মনে
আনতে চাই না সেগুলোকে স্মরণে।


আমার কাজের নিয়ম বানাব আমি
তারপরে হব নিয়মের অনুগামী।


একসাথে কাজ করার সময় এলে
মানব নিয়ম সবার মতন সদলে।


বলছি না আমি সংবিধানের কথা
সংবিধানের নিয়ম মনেই গাঁথা।


নিজের কাজের নিয়ম নিজের হোক
এই ইচ্ছাতে মানুষের হোক ঝোঁক।


সুবীর সেনগুপ্ত