নিজের সঙ্গে কথাগুলো সব
যত রকমের ভাবনা
আসে আর যায়, যায় আর আসে
কত তো মনেও থাকে না|


নিজের সঙ্গে কথা না বলে কি
একটাও দিন যায়!
নিজের সঙ্গে কথা বলেই তো
নিতে পারা যায় নির্ণয়|


নিজের সঙ্গে সব কথা গুলো  
থাকে না কারোর অধীনে
উল্টো পাল্টা যা খুশী বলো না
থাকবে মনের গহীনে|


কথা বলে বলে নিজের সঙ্গে
অনেক সময় যায়
নিজের সঙ্গে কলহ দ্বন্দ
সময়ে হারিয়ে যায়|


নিজের সঙ্গে কথা ছিল, তাই
লেখক লিখছে সহজে
নিজের সঙ্গে গরীবের কথা
সবার মতনই সাজে|


কথা কথা কথা নিজের সঙ্গে
চলতেই থাকে, থামে না
থামানোর কোনো, উপায় যে নেই
তবে জমে বোঝা হয় না|


কথা সাধারণ, জটিল ধরণ
নিজেরই সঙ্গে হয়
নিজের সৃষ্টি , শুনছে নিজেই
কোনো দোষারোপ নয়|


সঙ্গীহীনের শুধুই ভরসা
নিজের সঙ্গে কথা
সঙ্গী থাকলে, কেউ কি বলে না
নিজের সঙ্গে কথা!


কথা থাকবেই নিজের সঙ্গে
তাই তো জীবন চলে
নইলে তো, কেটে যেত সব তাল
জীবন ছুটত বেতালে|