এখানে ওখানে, কত যে বিবিধ মিত্র
জানতে পারিনা, কার মনে কোন চিত্র|


মন আঁকছেই, চিত্র হাজারে হাজারে
কত সূক্ষতা আঁকতে, ভাবলে ধাঁধারে|


মন এঁকে যায়, চায় না তুলি কলম
আঁকার সাধন, ভাবনাই অনুপম|


মন দিয়ে ভরা, এই পৃথিবীর বক্ষ
প্রত্যেক মন এক অতুলন কক্ষ|


মন আঁকবেই, নিজস্ব এক ধারাতে
সেই শিল্পের, নেই স্থায়ী স্থান ধরাতে|


অনেক মিত্র, অনেক কথার গুঞ্জন
এই গুঞ্জনে, নেই শিল্পের সমীরণ|


মিত্র থাকবে, জানতেও হবে মন
চেষ্টায় ত্রূটি, হবেনাও কোনক্ষণ|


শিল্প গড়ছে, প্রতিদিন অনবরতই
হারিয়ে যাচ্ছে, কোথায় নেই তো খেই|


বিবিধ মিত্র, তোমার আমার সকলের
হয় না তো সাথী, বিবিধ মিত্র স্বপ্নের|


মিত্র হবেই, যতদিন আছে রবি
কেউ জানবে না, অন্য মনের ছবি|


মিত্রের মন, পুরোপুরি জানা যায় কি!
সম্ভব হলে, জানতো সবই, নয় কি!


মন এঁকে এঁকে, করবে আধার পূর্ণ
যার বেশীটাই, হবেও আঁধারে চূর্ণ|


কত মিত্রই, খুব কাছে চলে আসে
মনে যে চিত্র, পাই তার কিছু আভাসে|


ব্যাস এইটুকু, বাকী সব থাকে রহস্যে
তাই নিয়ে কাটে, বেলাগুলো সব হাস্যে|


বিবিধ মিত্র, বিবিধ চিত্রে সাজবে
এই ধারাতেই, মিত্র জীবন কাটাবে|


নিজস্ব ধারায় মন এঁকে যায়