হয়ত আমি ভীষণ কাছের মানুষ
এটা কিন্তু তোমারই  বিবৃতি
জানতে চাইছো আমার মন কি বলে!
কি যে বলি আমি, ধারণা যে অষ্পষ্ট|


একসাথে গড়া মনোমোহকর সম্পর্ক
চেয়েওছিলাম দুজনেই সেই দিন
স্বাভাবিক এই অনুভূতি সকলের
এই অনুভূতি থাকে না যে চিরদিন|  


উপর উপর ভাবনা বর্তমানের
পুরোনো ভাবনা প্রসারিত হয় না
আজকেও আমি তোমার ভীষণ কাছের
এটা তো সত্য কাগজে কলমে, নয় কি!


ধীশক্তিকে হারিয়ে আমরা অশান্ত
সময় এখন সমাধান খুঁজে দেখা
মনোহরকর সত্যতা আজ নেই
স্বীকার করবে যা আমি এখন বলছি!


জীবন একটা, ভালবাসা হবে এক
কতদিন আর আমাদের অস্ত্বিত্ব
পরিবর্তনশীল মনের ধর্ম অদ্ভুদ
অনন্যা সেই মনকে একবার সামনে!