//নিরাকারে দিন করে আসা যাওয়া//


যায়নি হারিয়ে, মুছেও যায়নি
দিনগুলো গেছে অতীতের ঘরে
কেউ যদি চায় হারিয়েই যাক
ভুলে গিয়ে সে তো হারাতেই পারে।


দিন যে কী ভাবে ভুলে যাওয়া যায়!.
এ তো নয় কোনো নাম ভুলে যাওয়া
দিনের যে নেই নাম কিবা রঙ
নিরাকারে দিন করে আসা যাওয়া।


দিন এর অপেক্ষাতে কেউই নেই
সকলেই জানে দিন আসবেই
পেতে কোনো দিন, লাগে না কারণ
আর খরচের ভাবনাও নেই।


এক দিন যায়, আর এক লাইনে
যায় আর আসে নির্দিষ্ট আইনে
এই আইনের স্রষ্টা কোথায়!
আসেনি তো কোনো নাম এই কানে।


আট প্রহরের একটি যে দিন
হবেনা প্রহর নয় পাঁচ তিন
প্রহর এখন নয় ব্যবহৃত
শুধুই ঘন্টা নাচে ধিন ধিন।


বহু শুভ কাজ নিয়ে এক দিন
অশুভ কাজেরও ঠিকানা সে দিন
বিভিন্ন ঘটনা ঘটে এক দিনে
দিন নির্লিপ্ত, থাকে উদাসীন।


দিন রাজা নয়, কিংবা ফকির
দিন কি সুস্থ, রুগ্ণ শরীর!
দিন অদৃশ্য, রূপহীন রেখা
নীরব অস্তিত্বে দিন নয় বধির।


দিন আমাদের, দিন সব প্রাণের
মরুভূমি বন আর সাগরের
অধিকার নিয়ে প্রশ্নই নেই
এমনকী দিন হয় স্বপ্নের।


দিন এর চরিত্র নিয়ে আলোচনা
বলবই এ তো ভ্রান্ত ধারণা
দিন বোঝা যায় দিনের অন্তে
দিন এর অলংকারই ঘটনা।


সুবীর সেনগুপ্ত