নিরাপত্তার কে জামিনদার!!!
||সুবীর সেনগুপ্ত||


কালো মেঘে ঢাকা, শুভ্র আকাশ
চোখের আড়ালে দৃষ্টি
কত মানুষের, কালো মনে ঢাকা
অবিরাম অনাসৃষ্টি||
সংসারে ঢাকা, সুপ্ত বেদনা
দরবারে ঢাকা বিদ্বেষ
সমাজে পর্দা, আছে স্তরে স্তরে
কে কোন স্তরে হবে পেশ!!
আলকাতরায়, ঢাকা রাজপথ
পা দুটি ঢাকা চামড়ায়
জামা কাপড়ের, পিছনে শরীর
ঢাকে লজ্জাকে সংজ্ঞায়||
সাগরের তল, জল দিয়ে ঢাকা
পাতা দিয়ে ঢাকা ফল
মনোবল দিয়ে, ঢাকা পরাক্রম
অধিগত হয় বল||
পাগড়ীতে ঢাকা, কিছু মস্তক
কিছু ঢাকা টুপিতেই
গ্রাম্যবাসীরা, ঢেকে রাখে মাথা
কেবল গামছাতেই||
গানে যত কথা, ঢাকা সুর দিয়ে
তালগুলো ঢাকা নূপুরে
ঢেকে রাখা আছে, উদ্বোধককে
তারা পড়ে লঘু সুরে||
জ্ঞান দিয়ে ঢাকা, আছে সমাধান
চেতনায় ঢাকা প্রেরণা
ইচ্ছা দিয়েই, ঢাকা বুদ্ধিকে
খুললে ঝরবে ঝরনা||
ব্যাথা ঢেকে দেয়, মনের দুঃখ
সুখ দিয়ে ঢাকা উল্লাস
দর্পনে ঢাকা, কত ইতিহাস
আড়ালেই ফেলে শ্বাস||
সর ঢেকে রাখে, শ্বেতকায় দুধ
স্ত্রী এর ঢাকনা স্বামী
জননী হবেই, শিশুর ঢাকনা
এই ঢাকনাই দামী|
কত সংখ্যায়, ঢাকনা যে আছে
তার হিসাব করা যায় না
নিরাপত্তার কে জামিনদার!
ঢাকনাকে ছাড়া যায় না||
*****************