//নির্ভীক হয়ে বাঁচতে চাই//


আসবে নাকি বৃষ্টি ধেয়ে!
আসলে আসুক, থামব না
নেমেছি যে পথের মাঝে
চলায় ইতি টানব না|


আসতে পারে, ধেয়ে তুফান
আঁকড়ে মাটি ধরব না
লড়ব আমি শান্ত মনে
চলায় আপোষ করব না|


স্থান পেয়েছি প্রকৃতিতেই
মহাকাশে কোথায় স্থান!
যা ঘটবে তার মোকাবিলায়
সংগ্রাম করে রাখব মান|


তন না থাকলে, মন কি থাকে!
প্রাণ না থাকলে, কোথায় তন!
প্রাণটা আছে, চলেও যাবে
এই তো সত্য প্রকরণ|


প্রাণ কদিনের তাই জানিনা
তুফান নিয়ে ভাবব না
আগ্নেয়গিরি উঠলে জেগে
ভয়েই কেঁপে উঠব না|


পরীক্ষা তো দিচ্ছি সবাই
সবাই তো পাশ করছি না
ঠিকঠাক করে বাঁচার জন্য
সৎ সাহসকে ছাড়ব না|


বিপর্যয় এক দুর্ঘটনাই
যেমন ঘটে সংসারে
অবহেলার স্থান নেই মনে
করবই রোধ কাজ করে|


দুর্ঘটনায় মরার খবর
থাকেই ভরে সব কাগজ
নৈসর্গিক দুর্ঘটনার
খবর হয় না রোজের বোঝ|


ভীতির জীবন মৃত্যু সমান
নির্ভীক হয়ে বাঁচতে চাই
বিপত্তি আর বাধার সাথে
করতে আমি চাই লড়াই|


সুবীর সেনগুপ্ত