হাঁটছি আমি, হাঁটতে হবেই
সংঘর্ষপূর্ণ জীবনটাকে নিয়ে যেতে হবে যে
সেই নির্দিষ্ট গন্তব্যস্থলে...
না হলে যে মুক্তি পাব না|
জীবনের প্রতিবদ্ধতা পালন করতে হবে
তা সে হোক না কঠিন সংকটপূর্ণ|
রাঙা মাটির মেঠো পথে অথবা
শহরের রাজপথে হাঁটা নয়...
অদৃশ্য এই হাঁটা মানসিক পরিশ্রমে ভরা|
এ তো ভ্রমণ নয়, যাতে আছে
বিশেষ পরিকল্পনা|
যদি থেমে যেতে চাই, তবে
থেমে যেতে হবে চিরতরের জন্য
আর সেই স্থান হবে নির্দিষ্ট গন্তব্যস্থল|
জানা নেই কোনো অর্থ রহস্যময় জীবনের
শুধু জানি হেঁটে হেঁটে পৌঁছতেই হবে
বিশেষ ভাবে বেছে রাখা নির্দিষ্ট গন্তব্যস্থলে|
রহস্যময় জীবনের অন্ত রহস্যের মধ্যেই|


নির্দিষ্ট গন্তব্যস্থল