নিরিবিলি এক স্থান, খুঁজেই  চলেছ
হয়ত বা পেয়ে যাবে তাও
কতদিন সেই স্থান নিরিবিলি থাকবে!
ভাবতে না ভাবতে, হবেই উধাও|


কলকোলাহীন স্থান, যদি পেয়ে যাও
তেমনই থাকে যদি অবিরত
বাঁচতে কি পারবে, এমন এক স্থানে!
পরে তুমি হবে না তো বিচলিত!


পৃথিবীর সীমানাটা, হয় না বদল
বদলে যাচ্ছে শুধু অন্তরটাই
প্রাণ বেড়ে বেড়ে আজ সাত বিলিয়ন
থামবে কি কভু এই গতিটাই!


আমাদের মত আছে, আরও কত প্রাণ
তারা তো রাখছে ধরে সমতাকে
জানোয়ার হয়ে তারা, চলছে নিয়মে
মানুষ বুদ্ধিমান, নিয়মকে ঢাকে|


পৃথিবীটা একদিন, নিরিবিলি ছিল
প্রাণ এলো, তাও ছিল ওরকম
মানবের আগমনে, পরিবর্তন শুরু
প্রতিপদে কোলাহল হরদম|


কার আছে কামনায়, নিরিবিলি স্থান!
সংখ্যাটা কম হবে, বেশী নয়
সবাই কখনো চায়, নিরিবিলি স্থান
কোলাহলে তারা বেশী সুখ পায়|


কিছু স্থান এখনো তো, আছে নিরিবিলি
মেয়াদ যে কত তার, জানা নেই
তারপরে কি ঘটবে, সব অনুমান
অনুমানে আশা ভরে ছুটে যাই|


নিরিবিলি স্থান কই!