//নির্ণয়//


নির্ণয় যদি করে ফেলি, তবে
নির্ণীত কাজ করতেই হবে


আংশিক কাজ নেই প্রয়োজন
অংশ করতে পারে না গঠন|


নির্ণয়, সে তো ঠিক করে ফেলা
কি ভাবে কাটবে, জীবনের বেলা|


কোনো কাজ যদি, ভাগে ভাগে হয়
এক ভাগে, নির্ণয় সে সময়|


আচমকা কাজ, কখনো তো করি
সংকট কালে, নেই দরাদরি|


কিন্তু সে কাজে, ভাবতেও হয়
ভাবনা যদিও, ক্ষনিকেই যায়|


সেটাও তো নির্ণয়, নিশ্চিত
থামা চলবে না, থামলেই চিৎ|


সামাজিক কাজ, পেশাগত কাজ
নির্ণয় হলো, সব কাজে সাজ|


নির্ণয় নেই, জীবন অখাদ্য
সময় অলস, বাজে না বাদ্য|


হুজুগের মাঝে, মন দিশাহীন
দিশাহীন মন, হয় না স্বাধীন|


জীবনের ভিত, জুড়ে অভিমুখ  
জুড়ে দিলে নির্ণয় আসে সুখ|


'নির্ণয়' এক, সাধারণ কথা
প্রতিটি ক্ষণেই, নির্ণয় গাঁথা|


অনেক ভাবনা, বহু আলোচনা
বড় নির্ণয়ে, এ সব সাধনা।


ছোট ছোট কাজ, সহজ সরল
তাতে নির্ণয়, নিমেষে তরল|


কোনো নির্ণয়ে, ভুবন গড়েছে
কে যে নির্মাতা! ধারণাতে আছে|


দেখাতে পারবে, কোনো এক কাজ
নির্ণয় নিয়ে, যার নেই সাজ!


নির্ণয়, নেওয়া হয় একা একা
দলে নির্ণয়, ভাগে ভাগে লেখা|


নির্ণয় থেকে যাবে আজীবন
এতে নেই কোনো সন্দেহ ক্ষণ|


সুবীর সেনগুপ্ত