//নিশ্চিত এক মত প্রয়োজন//


এগিয়ে আসলে
পিছিয়েও গেলে
হাওয়ায় অদল বদল করলে
তারপরে হলো স্তব্ধ গতিবিধি...
বাড়ালে আমার অবুঝ মনের পরিধি।


যা ভালো বুঝেছ
তাই তো করেছ
হটাৎ করেছ, নাকি পূর্বেই ভেবেছ
করেই ফেলেছ, আর কি বলার আছে...
মন নেচেছিল, এখন থমকে গিয়েছে।


এগিয়েই যাবে
সেটাই করবে
জীবন এগিয়ে চলতে থাকবে
ছেড়ে যা এসেছ থাকবেই আড়ালে...
কেন আচমকা মত তুমি বদলালে!


কেন যে এগোলে!
কারণ কি বলে!
লক্ষ্য একটা নিশ্চয়ই ধরেছিলে
সেই লক্ষ্য কি হারিয়ে ফেললে অচিরে!
তোমার ভাবনা দিশা হারিয়েই মরে।


আর এগিয়ো না
আশা জাগিয়ো না
নিজ সম্মানে দাগ আর কেট না
একটি লক্ষ্যে চাওনা কি হতে বিজয়ী!
কি আনন্দ পাও হয়ে ধরাশায়ী!


যদি দ্বিধা মনে
জ্বালাও তপনে
নিশ্চিত এক মত গড়বেই মনে
তারপরে তুমি যা করতে চাও, করো
আপসোস নিয়ে বাঁচতে হবে না বড়।


সুবীর সেনগুপ্ত