//নিশ্চিত জানি জ্ঞানের পরিধি//


যে কাজ শিখিনি
করতে পারি না
শিখতে তো পারি
তাও করছি না...
শিখতে আমার
ভালো যে লাগে না
এর পরে আর
কথাই থাকেনা।


আমি কি শিখব
আর শিখব না
তুমি বলার কে
সেটা বুঝছি না...
তুমি তো চাইছ
কাজটা করাতে
শিখিনি, তাই তো
আমি করব না।


করার জন্য
চাপ তো দিচ্ছ
ভুল হয়ে গেলে
হবে তো বন্য...
তার থেকে ভালো
এ কাজ না করা
হতে যে চাই না
আমি তো ধন্য।


আমার জ্ঞানের
সীমিত পরিধি
তা দিয়ে পূর্ণ
ছোট এক নিধি...
থাকতেও চাই
সীমানার মাঝে
চলতেও চাই
মেনে সব বিধি।


বুঝতে পেরেছ
কি বলতে চাই!
কাজ নিয়ে নয়
ছেলেখেলা, ভাই...
এ কাজ যে পারে
তার কাছে যাও
ভুল স্থানে কেন
ঘোরাঘুরি ভাই!


কোথায় তোমার
হবে যে কাজটা!
সেটা কি জানো না
ঢেক না কথাটা...
এখানে এসেছ
কোন মতলবে!
বলেই দাও-না
সত্য কথাটা।


এখনো না যদি
জেনেছ আমাকে
তবে শুনে নাও
বলছি তোমাকে...
আমি তো চাই না
ফাঁকি দিয়ে কিছু
অল্পেই আমি
খুশীর চমকে।


সুবীর সেনগুপ্ত