//নিঃস্বার্থ প্রকৃতি//


আকাশ ছুঁয়ে এলাম যখন
বাতাস কাঁধে রাখল হাত
তপন আমায় জানিয়ে দিলো
সবাই দিচ্ছি তোমায় সাথ।
শূন্য মাঠে হাঁটছি যখন
মাথায় কালো মেঘের ছাদ
শ্রান্ত হওয়ার কারণই নেই
বাঁচায় আমার শুধুই স্বাদ।
ক্ষিধেয় যখন ডাকছে উদর
এই প্রকৃতি দিচ্ছে ভাত
মরন হলে তারই কোলে
চিরনীদ্রায় আমার রাত।


সুবীর সেনগুপ্ত