নিত্য দেখছি খুন হয়ে যেতে সত্য
গতিহীন মন, শুধুই ধরতে ব্যস্ত
জীবনের প্রতি পদেই ভরা এস্ত্য
এই যদি হয় জীবন, তবে নিরর্থ।


নিত্য দেখছি, বেড়ে যেতে সব দাম
কারণ জানতে চেয়ে, হই বদনাম
অসংগতিতে, ভরে গেছে ধরাধাম
ভাবনাতে আসে, শংকিত পরিনাম।


নিত্য দেখছি, গণতন্ত্রে অবিশ্বাস
অক্ষর জুড়ে, নিয়মগুলো নিচ্ছে শ্বাস
জনগণের, উঠছে শুধুই নাভিশ্বাস
ক্ষমতা আর শক্তির কাছে, সবাই দাস।


নিত্য দেখছি, সংবাদ এক প্রহসন
আমাদের ভোটে, জিতে ওরা হয় মহাজন
নিয়ম বানায়, যেমন ওদের প্রয়োজন
ওরাই নেতা, জমির ক্রেতা, ভ্রষ্ট মন।


নিত্য দেখছি, পরিবর্তন সবখানে
নতুন কিছুর জন্য, সবাই ঘূর্ণনে
ভোগের জন্য, জন্মেছি এই ভুবনে
এই মান্যতা, প্রায় সকলের মননে।


ভোগ যদি হয়, নিত্যদিনের ধর্ম
হারিয়েই যাবে,সুস্থ আশার মর্ম
দুস্থ আসার,বাড়তে থাকবে ভীড়
প্রয়োজনের শেষ, দেখবে না নীড়।


নিত্য দেখাও, হয় না কোনো বিরাট কাজ
এ কাজ করতে, লাগে কোথায় খুশ মেজাজ!
ভাবনায় যদি এসে যায়, এক আলোড়ন
তবেই হবে, নিত্য দেখাও বিচক্ষণ।