//নিত্য নতূন//


নিত্য চাওয়ায় নিত্য নতূন ভাবনা
নিত্য পাওয়ায় ভাবনাই দেয় হানা।


নিত্য শোনায় কার আপত্তি থাকবে!
নিত্য বলায় সব আপত্তি ঢাকবে।


নিত্য পড়ায় জ্ঞান বুদ্ধির প্রসারণ
নিত্য লেখায় অর্জিত জ্ঞান মন্থন।


নিত্য সাধনা শান্তিতে রাখে মন
নিত্য ধ্যানেই থেমে যায় আলোড়ন।


নিত্য স্বপন হয় না কারো আপন
নিত্য তপন রাখেই সুস্থ তন।


নিত্য পুজোয় দুর্বল মনে বল
নিত্য ছুতোয় গড়ে উঠবেই ছল।


নিত্য কর্ম বলা যেতে পারে ধর্ম
নিত্য অলস থাকলে হয় না কর্ম।


নিত্য ধারণা জাগাতে কি পারে প্রেরণা!
নিত্য নির্মল ভাবনাতে জাগে চেতনা।


নিত্য থাকতে হবেই কিছুর মধ্যে
নিত্য বাঁচায় তাই নেব যা বরাদ্দে।


সুবীর সেনগুপ্ত