//নিয়মিত সুখ চাই এই জীবনে//


ক্ষনেকের তরে চাই না শান্তি
শান্তি চাওয়ায় আজীবন
জামার কী রঙ, পাতে কি খাবার
এসবে তো নই তন্মন।


সুখ চাই না তো বিচলিত মনে
দুঃখ এলেও ক্ষতি কি!
সুখানুভূতির স্পর্শ না পেলে
সে সুখ থাকার মানে কি!


শান্তি থাকলে, সুখ এসে যায়
কোনখান থেকে, জানিনা
দুখ চলে যায় অবাক করেই
নির্বাক হয়ে যাই না।


প্রফুল্ল মনে অদৃশ্য ধন
গুণতে হয় না কখনো
এ ধনের নেই কোনো অন্তই
সদা আঙিনায় বিছানো।


এটাও সত্যি সুখ আমি চাই
নিয়মিত এই জীবনে
আর যেটা ঠিক, দ্বন্দে যাই না
সুখকে পাওয়ার জন্যে।


শান্তির সাথে জড়িয়ে রয়েছে
ওতপ্রোত ভাবে সুখ
বহাল করতে পারলে শান্তি
সুখ করবে না বিমুখ।


শান্তি কোথায়! কোন ঠিকানায়!
ঠিকানা সবার মন
পৌঁছে গেলেই সেই ঠিকানায়
সুখ ধরবে জীবন।


সুবীর সেনগুপ্ত