নষ্ট মেয়ের জীবন কাহিনী
চাইবে কি কেউ শুনতে!
কেউ কি বলবে, কেন যে চাইছ
নষ্ট কাহিনী বুনতে!


নষ্ট মেয়েটা নষ্ট ছিল না
ছিল সকলেরই মত
আশায় ছিল না নিত্য পিপাসা
মন ছিল পরিণত|


ওই মেয়েটারও হয়েছিল বিয়ে
জেগেছিল মনে স্বপ্ন|
ভয় আর খুশী এক সাথে নিয়ে
ছিল সংসারে মগ্ন|


রূপ ছিল তার, সন্দেহ নেই
রূপ মানেই কি নষ্ট!
এমন যুক্তি মানাই যায় না
এই ভাবনাও স্পষ্ট|


কে কখন হয়ে যাবেই নষ্ট
করাই যায় না অনুমান
মনই মালিক, কি কখন বলে
দিতেই তো হয় তার মান|


রূপ নিয়ে তার গর্ব ছিল না
আকর্ষণ সে বুঝত
আকর্ষণের ফাঁদে পড়ে গিয়ে
গর্বের দিকে ঝুঁকত|


রূপের আকর্ষণই হল কাল
হাতছানি দিল অর্থ
ভাবনাতে ভরা সুখ প্রাচুর্য্য
তাতেই হল সে মত্ত|


আজ এই ঘর, কাল এই ঘরে
করে নিল তার স্থান
সবাই বললো মেয়েটা নষ্ট
আসলো কি তাতে মান!


সুন্দরী কেউ বলে না এখন
তার পরিচয় নষ্ট
সে কি ভালো আছে এই পরিচয়ে!
জানাও যায় না স্পষ্ট|


নষ্ট মেয়ে