পেয়েছে জীবন বাঁচার নতুন অর্থ
তাতে নেই কোনো চাওয়া ও পাওয়ার শর্ত
জীবনের ধারা বদলে হয়েছে শ্রান্ত
ধারা বহে চলে, খোঁজে না তো কোনো প্রান্ত।


জীবনের তরী ভেসে চলে প্রতিদিন
নব আগ্রহে স্বভাব হয়েছে স্বাধীন
চেতনাতে নেই সুখ দুঃখের আকার
চলেছে জীবন দূরে রেখে অধিকার।


স্মৃতিগুলো উঠে চলে আসে অসময়ে
বিচলিত নয় জীবন সে রেশ নিয়ে
সব কারণের কেন্দ্র বিন্দু বর্তমান
শান্ত জীবন, তবু গতি নিয়ে ধাবমান।


জীবনের মানে এখনো নিহিত আঁধারে
থাকবেও তাই, জেনেছে জীবন বিচারে
পুরনো নতুন এক হয়ে গেছে সব
চির আনন্দে তাই তো জীবন উৎসব।


ঘন বর্ষাকে করে উপভোগ পরশে
নালিশ করে না নিদারুণ কোনও গ্রীষ্মে
ভেবনা জীবন হারিয়েছে অনুভূতি
আসলে জীবন শিখেছে মনের প্রগতি।


শব্দের সাথে গড়ে যায় নানা ছন্দ
হয় না জীবন কোনো ব্যাপারেই অন্ধ
থাকে বাস্তবে, করে কবিতার সৃষ্টি
আশা রাখে, হোক রোগ নিরাময় বৃষ্টি।


নতুন অর্থে জীবন হয়েছে সাধারণ
পিছনপানেই রেখেছে অসাধারণ
নকল খুশীর সঙ্গ দিয়েছে সরিয়ে
প্রত্যহ কাটে এক খোলা মন নিয়ে।