নতুনের ঘ্রাণ আর সন্মান কতদিন!!!


বৈচিত্রের পূজারী আমরা
নূতনের করি সন্ধান
চাই না সে সব, যা কিছু এখন
একটু আধটু পুরাতন|


যা কিছু সৃষ্টি হয় প্রতিদিন
কোনটা পুরোনো নয়
কিন্তু সবই তো সময়ের সাথে
পুরোনোর ঘরে যায়|


নতুনের ঝোঁক প্রায় সকলের
নতূন আদরে ভরা
সেই আদরের রেশ কতদিন!
হিসাব যায় না করা|


চাই কি শুধুই জিনিস নতূন!
নতূন নতূন রাগ
নব অভিসার, নব অভিমান
মনে কি কাটে না দাগ!


নতুনের মান কমে তো যাবেই
জিনিস ছোট বা বড়
নতূন দৃষ্টি, সবার দখলে
ইচ্ছা মতন গড়ো|


সব কি নতূন চাইছি আমরা!
চাল কিনি যত পুরোনো
নতূন মদের কদর কোথায়
পুরোনোই মন মাতানো|


শিক্ষা নতূন, পুরোনোতে দাম
অভিজ্ঞতাও তাই
নতূন করেই পুরোনোকে খুঁজি
অনেক কিছুকে, ভাই|


পুরোনো কখনো নতূন হবেনা
নতূন হবেই পুরোনো
নতুনের থেকে পুরোনোই ভালো
মানবে এ মত কখনো!

অজানা অচেনা, হলেও তো দিই
সব নতুনকে সন্মান
কতদিন সেই সন্মান থাকে!
আর কতদিন ঘ্রাণ!


সুবীর সেনগুপ্ত