//নৃত্য করতে করতে চলেছি বৃত্তে//


কোনো বৃত্তেই কখনো ঘুরতে চাইনি
চাইনি ভরতে অবসাদ এই চিত্তে
কিন্তু আমায় বৃত্তে ঘুরতে হয়েছে
দুঃখের পালে মেনেছি জীবন মিথ্যে।


জীবন আমার ছিল না ত্যাগের লক্ষ্যে
ছিল না চোখের সামনে শুধুই ভোগ
দুটোই এসেছে চলবার পথে পথে
না নিয়ে থাকতে পারিনি সেই সুযোগ।


জীবন বৃত্ত কিংবা দীর্ঘায়ত
মাপার চেষ্টা করেই হয়েছি ব্যর্থ
চলতে পেরেছি যেমন তেমন করে
চলবার পথে পেয়েছি বেশী অনর্থ।


বৃত্তবিহীন জীবন ভাবা যায় না
স্বীকার করতে হবে বৃত্তের অবদান
মানতে হবেই জীবন একটি চক্র
চক্রের কোন স্থান জুড়ে আছি! অনুমান।


নৃত্য করতে করতে চলেছি বৃত্তে
কখনো নৃত্যে তাল ছন্দের মেলা
তাতে কি জীবন পারছে হতেই সুখী!
সুখী বললে কি সফল জীবন খেলা!


সুবীর সেনগুপ্ত