||নূন্যতম-অধিকতম||


নূন্যতম ভাবনা নিয়ে
কে আর পারে থাকতে!
অধিকতম সময় যে যায়
শুধুই ভাবতে ভাবতে|


নূন্যতম ভদ্র স্বভাব
কে চায় বজায় রাখতে!
অধিকতম ভদ্রতাতেই
শ্রদ্ধাশীল এর পাতাতে|


নূন্যতম হাসির চমক
বোধহয় পারি মানতে
মোনালিসার হাসি দেখে
সেটাই পারি জানতে|


নূন্যতম লবন খাওয়া
চিকিৎসকের কথাতে
রায় হবে কি অধিকতম
সুস্থ লোকের বেলাতে!


নূন্যতম ঝগড়াঝাটি
থাকবে কার ইচ্ছাতে!
অধিকাংশ মানুষই চায়
ঝগড়া থাকুক কুঁয়োতে|


নূন্যতম লিখব কিছু
লিখতেই পারি খাতাতে
একটু লিখেই কলম ছোটে
অধিকতমই লিখতে|


নূন্যতম ভালবাসায়
মন চলে যায় শর্তে
অধিকতম পেতেই হবে
নইলে জীবন গর্তে|


নূন্যতম বলব কথা
যথোচিত এই ধরাতে
অধিকতম কখনো নয়
হলেই ভুলের ঘরেতে|


নূন্যতম আয়ের ঘরে
থাকবে কি কেউ হাসিতে!
অধিকতম আয়ের জন্য
খাটবেই চার বেলাতে|


নূন্যতম সাহস নিয়ে
কে পারে জিৎ আনতে!
অধিকতম শৌর্য থাকলে
জিৎ এসে যায় দাবীতে|


নূন্যতম মিষ্টি কথা
লাগেই কিন্তু ভোলাতে
অধিকতম নিশ্চিত করে
হবেই কেল্লা ফতে|


নূন্যতম আশায় থাকলে
আশাই দফা রফাতে
অধিকতম আশা নিয়েই
বাড়বে কাজ ধাক্কাতে|


নূন্যতম বাঁচার জন্য
জন্ম কি হয় ধরাতে!
অধিকতম থাকুক বেঁচে
প্রত্যেক শিশু জগতে|


সুবীর সেনগুপ্ত