তেমনই তো দেখছি তপন
দেখি যেমন দিন প্রতিদিন...
সেই ছড়িয়ে থাকা আকাশ
দেখছি খুঁজে আজ কি নবীন!


চেনা দেওয়াল, চেনা সিলিং
পুরোনো বই, বই এর তাকে...
কল-কোলাহল চেনা মুখের
চেনা হাওয়ায় যাচ্ছে ঢেকে|


মৃদু শীতের সকাল বেলায়
ঝলমলে দিন যায় এগিয়ে...
ঘড়ির কাঁটাও নয় চঞ্চল
টিক টিক তান যায় শুনিয়ে|


বদলে গেছে আজকে তারিখ
করেই নিয়ম অনুসরণ...
তবুও আজ দিনটা বিশেষ
হচ্ছে যে আজ বছর গঠন|


আজকে হয়ত সব পুরনো
কিন্তু আজকে নতুন বছর...
থাকবে তিনশপয়ষট্টি দিন
গড়েও উঠবে নতুন খবর|


আজকে যা চাই কিছু নতুন
কিছু নতুন যায় তো কেনা...
তেমন কিছু চায় না এ মন
চায় যে শুধু নতুন ভাবনা|


বছরের এই প্রথম দিনে
হোক না অতীত পুরনো ভাব...
ভরুক বিবেক নতুন ভাবে
থাকুক নূতনেরই প্রভাব|


নূতন ভাবের প্রভাবই হোক