'সত্য হলেই, সুন্দর হবে'
এই বাক্যের, নেই প্রতিবাদ
'সত্যকে, কাজে লাগাতেই হবে'
এই বাক্যেই, যত অবসাদ|


প্রাণের শুরুতে, সংশয় নেই
সত্য ফোটায়, জীবনের ফুল
ভাবি কি, সত্য দূর করে দিলে
চলার পথটা, হবে অনুকূল!


পথটা ছিল না, আজকেও নেই
তৈরী করছি, পথটা আমরা
পথের গড়ন, নিজ ইচ্ছায়
গঠনের পরে, সেটাই সাহারা||


সত্যের পথ, বানিয়ে নিলেই
চলাও সে পথে, সামনে সত্য
অন্যথা হলে, সত্য কোথায়!
সামনে মিথ্যে, থাকে অবিরত|


জিজ্ঞাসা করো, সবাই বলবে
সত্যকে চাই, আর কিছু নয়
পথে নামলেই, সকলেই ভুলি
সত্যের পণ, কেন সেটা হয়!


যে মন, চালনা করে আমাদের
সে তো উদ্বায়ী, আর অস্থির
কি করে রাখবে, সত্যকে সাথে!
বাঁচায় স্বার্থ, হয় না অধীর|


আমাদের, প্রতীতি আর প্রমিতি
আত্মপর এর, উপরে যায় না
স্বার্থের সাথে, জড়ালে কলহে
সত্যের জিৎ, কখনো হয় না|


সত্যকে নিয়ে, সকলেই চলি
কখনো মিথ্যে, নিতেও তো হয়
জীবনের ধারা, অচিন্ত্যনীয়
ন্যায় অন্যায়, সব লীলাময়|


ন্যায় অন্যায়, সব লীলাময়|