অন্যায় আর ন্যায়ের যুদ্ধ
শুরু হয়েছিল, হয় না তো শেষ
সৈনিক হয়ে লড়ছি সবাই
চলছে যুদ্ধ, বাড়ছেও দ্বেষ।


ন্যায় অন্যায়, বই এর পাতায়
সকলেই বোঝে, সকলেই জানে
চলবার পথে ন্যায় অন্যায়
খুব বেশী আর কেউ কি মানে!


কেন ভুলে যাই ন্যায় অন্যায়!
নাকি ভুলে থাকি ইচ্ছে করেই!
অনুসন্ধানী হতেও চাই না
অনুসন্ধান, তাও তো দূরেই।


দুটোকেই ভুলি, এ তো নয় ঠিক।
অন্যায় নিয়ে, করি কারবার
কাজের অন্তে, ন্যায়ের প্রশ্ন
তখনই দ্বন্দ হয় বারবার।


ন্যায় দূরে থাক, তাই ভালবাসি
ন্যায় থেকে সুখ, কদাচিৎ আসে
অন্যায় দেয় লাভের ঠিকানা
তাই নিয়ে খেলি, বেশ হেসেহেসে।


পুরনো পাতায় পড়ি ইতিহাস
সেখানেও দেখি ন্যায় অন্যায়
এ কাল সে কাল, সব কালে এক
ন্যায় অন্যায়, একই রূপে ধায়।


ন্যায় করে জয়, অন্যায়ে নয়
এমন ভাবনা, হওয়াই উচিৎ
হামেশাই দেখি, অন্যায়ে জয়
মনে সন্দেহ, হয়ে যাই চিৎ।