কার আছে ধন
আর কার নেই
এ জেনে আমার কি হবে!
আমার যা আছে
তাই দিয়েই তো
আমার জীবন চলবে|


যার আছে ধন
পরিমানহীন
তার কি জীবন ভিন্ন!
সকলে যা করে
সেও তাই করে
বেঁচে থাকবার জন্য|


যার কম আছে
সেও বেঁচে থাকে
একই নিয়মের সঙ্গে
সে নিয়মে ধন
করেও না কাজ
নিয়মে সবার অঙ্গে|


যার কিছু নেই
মানে ধন নেই
সেও নিয়মের আওতায়
মরেও যায় না
বাঁচায় প্রকৃতি
সকলের মতো দিন যায়|


জল বায়ু রোদ
সমানে বিভাগ
ধনীদের বেশী হয় না
এগুলো প্রধান
আর বাকী সব
নাহলে কি, থাকা যায় না!


ধন প্রয়োজন
জেনেছি সবাই
পরিমান ঠিক করিনি
তাই ধন নিয়ে
লাগে কাড়াকাড়ি
তাও কি আমরা মানিনি!


কাড়াকাড়ি হলে
কেউ বঞ্চিত
কেউ হয় লাভবান
তাই তো অভাব
ধনে সমতার
এই অভাবের নেই মান|


অভাব নিয়েই
এই সংসার
ধনীর সংখ্যা সীমিত
অভাবেও খুশী
আসতেও পারে
সেটাই আসল খুশী তো|


ধনী নয়, তবু
বাঁচে আনন্দে
নজিরের শেষ নেই
যত বেশী ধন
তত বেশী চাপ
চাপে বিদ্বেষ আসবেই|


অভাবেও খুশী আনা যায়