অভাবই তার সাথী।
।।সুবীর সেনগুপ্ত।।


অভাব তো ঘর ভরে
জামা তার নেই সাত...
তা নিয়ে ভাবছে না সে
ভাবনাতে শুধু ভাত।


অভাব তো সবেতেই
আসলে কিছুই নেই...
কুঁড়ে ঘরে একা একা
শুয়ে থাকে মাটিতেই।


জমি ছিল, আজ নেই
পায়নাও খুঁজে কাজ...
দু-মুঠো চালের দায়ে
চেয়ে পায় না তো লাজ।


এখনো সে বেঁচে আছে
চেয়ে চেয়ে যায় দিন...
পায় না তো রোজ রোজ
পেয়ে গেলে, ভালো দিন।


অভাবের ঘর তার
ভুলে গেছে চাহিদাও
কেউ এসে বলেও না
কোনোদিন, এটা খাও।


জানে, সে তো মরবে না
মরলেও ক্ষতি নেই...
তাই বুঝি জীবনটা
জুড়ে থাকে বাঁচাতেই।


ঝোঁপ ঝাড় জঙ্গলে
দিনে তার ঘোরাঘুরি...
ফল মূল তোলে পাড়ে
রাখে ভরে ছোট ঝুড়ি।


যে দিন না চাল পায়
খায় শাগ পাতা ফল...
চিন্তাতে নেই তার
জারি জুরি কি বা ছল।


একটা শরীর শুধু
সেটাই তো সম্বল...
শিখে গেছে কি ভাবে সে
রাখবে সেটা সচল।


অভাবকে সাথী করে
সময় কেটেছে তার...
অভাবকে জয় করে
ভাবে না অভাব আর।