অভিভাবক, মালিক কি হয়!


যাকেই আমি করছি পালন
থাকবে কি সে আমার বশে!
এমন ভাবনা, হবে কি ঠিক!
হবেই না ঠিক, তাই বিশ্বাসে।


জন্মের পরে, বড় অসহায়
দরকার হয়, আগলে রাখা
তাতেই তো, রূপান্তর হয়
এই নিয়মেই, জীবন ঢাকা।


বয়স বৃদ্ধি, হলেই স্বাধীন
তখন, নিরীক্ষণের বাইরে
শ্রদ্ধা ভক্তি, সে সব থাকবে
যে যার পাখায়, উড়বে ভাইরে।


ক্রীতদাসের যুগ আর নেই
কাউকেই করা যায় না বন্দী
সেটাই করার, খুব প্রচেষ্টা
দাও না ছাড়তে, এখন গণ্ডী!


স্রষ্টাবিহীন প্রাণ যে হয় না
পালন করাই, স্রষ্টার কাজ
তাই তো করছি, কী আর বেশী!
চাইছি কেন, করতেই রাজ!


আজকে যে কাজ, করছি আমি
সে কাজ কালকে, করবেই সে
এ এক চক্র, যার নেই শেষ
থাকবে না কেউ, কারোর বশে।


স্রষ্টা হলেও, মালিক তো নই
আজকে কেবল অভিভাবক
এ পদ আমার থেকেই যাবে
কমেই যাবে, কিছু চমক।


সন্তান সব, সন্তানই হয়
হোক না পুত্র, কিংবা কন্যা
হওয়ার পরেই পরিণত
তাদের জীবন, তাদের ভাবনা।


কেউ জননী, কেউ বা জনক
তাঁরাই কেবল অভিভাবক
করবে তাঁরাই লালনপালন
মালিক হলেই, করবে অবাক।


সুবীর সেনগুপ্ত